• শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

logo-Left করিমগঞ্জ পৌরসভা, কিশোরগঞ্জ ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা

(ক) বহিঃ যোগাযোগঃ ভাটি বাংলার প্রবেশদ্বার চামটাবন্দর হতে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন ২৪ কিঃমিঃ ফিডার রোডকিশোরগঞ্জ-চামটা সড়কের মাঝামাঝিতে করিমগঞ্জ উপজেলা সদর অবস্থিত।করিমগঞ্জসদর হতে এ ফিডার রোড দিয়ে বাস, টেম্পু ও অটোরিকসা যোগে কিশোরগঞ্জ সদরেযাতায়াতের সহজ ব্যবস্থা আছে।চামটা ঘাট হতে ঢাকা অভিমুখে “হাওড় বিলাস” নামকসরাসরি বাস সার্ভিস চালু রয়েছে।তাছাড়া চামটা বন্দর হতে কিশোরগঞ্জেরউদ্দেশ্যে বিশ মিনিট অন্তর অন্তর লোকাল বাস সার্ভিস চালু রয়েছে।অত্রউপজেলার গুনধর ইউনিয়নের মরিচখালী বাজার হতে কিশোরগঞ্জ অভিমুখে নিয়মিত বাস ওটেম্পু চলাচল করছে।করিমগঞ্জ উপজেলা সদর হতে গুজাদিয়া বাজার হয়ে তাড়াইলউপজেলা সদর পর্যন্ত এলজিইডি নির্মিত পাকা সড়ক আছে।এ সড়ক দিয়ে রিকসা ওব্যক্তিগত যানবাহন চলাচল করে।

(খ)অভ্যন্তরীন যোগাযোগঃ ভাটি বাংলার প্রবেশদ্বার চামটা বন্দর হতে সড়ক ওজনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন ২৪ কিঃমিঃ ফিডার রোড কিশোরগঞ্জ-চামটা সড়কেরমাঝামাঝিতে করিমগঞ্জ উপজেলা সদর অবস্থিত। করিমগঞ্জ সদর হতে এ ফিডার রোডদিয়ে বাস, টেম্পু ও অটোরিকসা যোগে কিশোরগঞ্জ সদরে যাতায়াতের সহজ ব্যবস্থাআছে। চামটা ঘাট হতে ঢাকা অভিমুখে “হাওড় বিলাস” নামক সরাসরি বাস সার্ভিসচালু রয়েছে। তাছাড়া চামটা বন্দর হতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বিশ মিনিট অন্তরঅন্তর লোকাল বাস সার্ভিস চালু রয়েছে। অত্র উপজেলার গুনধর ইউনিয়নেরমরিচখালী বাজার হতে কিশোরগঞ্জ অভিমুখে নিয়মিত বাস ও টেম্পু চলাচলকরছে।করিমগঞ্জ উপজেলা সদর হতে গুজাদিয়া বাজার হয়ে তাড়াইল উপজেলা সদরপর্যন্ত এলজিইডি নির্মিত পাকা সড়ক আছে। এ সড়ক দিয়ে রিকসা ও ব্যক্তিগতযানবাহন চলাচল করে।

প্রশাসক
তাহমিনা আক্তার
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

37672
Visit Today : 6
Visit Yesterday : 53
This Month : 917
Total Visit : 37672
Total Hits : 199646

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   01-08-2025 12:42:26

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২