• শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

logo-Left করিমগঞ্জ পৌরসভা, কিশোরগঞ্জ ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পৌরসভা পরিচিতি

পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ:

বাংলাদেশের জাতীয় ও উপমহাদেশের অন্যতম ঐতিহাসিক শোলাকিয়া জাতীয় ঈদ গাহ্ মাঠ নরসুন্দা নদের পাড়ে অবস্থিত। বাংলার বার ভূইয়ার এক ভূইয়া ঈশাখাঁ’র স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ীর অনতি পূর্ব দিকে, বাংলা সাহিত্যের অন্যতম মহিলা পূরধা গুনবতী চন্দ্রবতী’র জন্ম ও বাসস্থান করিমগঞ্জ পৌরসভার অতি সন্নিকটে এবং নরসুন্দা নদের পাড়ে করিমগঞ্জ পৌরসভাটি অবস্থিত। পৌরসভার সন্নিকটে বাংলাদেশের নদী মাতৃকার অন্যতম স্থাপনা চামড়া বন্দর অবস্থিত। চামড়া বন্দরের দুরত্ব করিমগঞ্জ পৌরসভা হতে মাত্র ১০ (দশ) কিলোমিটার পূর্ব দিকে। প্রকাশ থাকে যে, কিশোরগঞ্জ জেলার অন্যতম কৃতি সমত্মানদের মধ্যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রতি সৈয়দ নজরম্নল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি মোঃ জিলস্নুর রহমান, বর্তমান রাষ্ট্রপতি মহামান্য আব্দুল হামিদ এডভোকেট,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম, বর্তমান সময়ের বহুল আলোচিত যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আমত্মর্জাতিক অপরাধ বিশেষ ট্রাইব্যুনালের ঢাকা বিভাগীয় প্রধান এম সানাউল হক, উপ মহাদেশের কৃষি গবেষক ও বৈজ্ঞানিক মরহুম ড. এম ওসমান গনি, বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিস্চা)’র চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন ও সুরের ভূবনে আলোড়ন সৃষ্টিকারী এক অন্যন্য প্রতিভার সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন ও বিখ্যাত নৃত্য শিল্পী  শামীম আরা নীপা এর জন্মভূমি ঐতিহ্যবাহী  কিশোরগঞ্জ জেলা।

করিমগঞ্জ পৌরসভাটি ২০০৩ সালের ৫মে প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটির আয়তন ৭.৮৫ বর্গ কিলোমিটার। ২০১১ ইং সালের নির্বাচনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসারগণ অত্র পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। পৌরসভার ১ম নির্বাচনে মেয়র হিসাবে হাজ্বী আব্দুল কাইয়ুম বিজয়ী হওয়ার পর ১৬ ফেব্রায়ারী/২০১১ইং তারিখে দায়িত্বভার গ্রহণ করিয়া অত্র পৌর পরিষদ উন্নয়ন মূলক, সামাজিক, প্রশাসনিক, শিক্ষা সহ নানাবিধ জনকল্যাণ মূলক কাজ বাসত্মবায়ন করিয়া আসিতেছে। প্রয়োজনের তুলনায় সরকারী বরাদ্দ এবং জনবল অপ্রতুল থাকার কারণে আমত্মররিক ইচ্ছা থাকা সত্বেও সার্বিক কার্যক্রম বাসত্মবায়ন করা সম্ভব হয় না।

কাঙ্খিত উন্নয়নের করিমগঞ্জ পৌরবাসী আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

—–x—–

 

 

প্রশাসক
তাহমিনা আক্তার
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

37672
Visit Today : 6
Visit Yesterday : 53
This Month : 917
Total Visit : 37672
Total Hits : 199593

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   01-08-2025 12:42:26

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২